Wikipedia

সার্চ ফলাফল

THE DARK WEB

 


DARK WEB

কি নামটি শুনেই মনের ভিতর কেমন যেনো করে উঠলো কি আজব নাম তাইনা.


কিন্তু যদি আপনি গুগল/ইয়াহু নামটি শুনেন তখন আপনার কাছে এটা খুবই স্বাভাবিক লাগবে।

কেননা এটা আমরা সকলেই প্রতিনিয়ত ব্যাবহার করে থাকি আমাদের মোবাইল/কম্পিউটার দিয়ে


আমরা সবসময়  আমাদের সামনে থাকা জিনিস গুলো সম্পর্কে জানি.


আমাদের যদি কখনো কিছু জানতে ইচ্ছা করে সঙ্গে সঙ্গে গুগল/ইয়াহু এ গিয়ে সার্চ করি এবং ওই বিষয় সম্পর্কে মুটামুটি ভালই জানতে পারি যেটা আমাদের অনেক কাজেই লাগে।


আমাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষ শুধু ইন্টারনেট জগতের গুগল/ইয়াহু সম্পর্কেই জানি।গুগুলে বা ইয়াহু তে  যদি আপনি কোনো কিছু সার্চ দেন তাহলে লাখ পার হয়ে যাবে ওই টপিক নিয়ে।একটি ভালো না লাগলেও আরো একটি দেখবেন হয়তো কোনো পিকচার,ভিডিও,বা কোনো লেখা লিখি।গুগুলে/ইয়াহু তে রয়েছে অসংখ্য ওয়েবসাইট.



আজকে আপনাদের জানাবো ডার্ক ওয়েব সম্পর্কে---


আমরা যেই ইন্টারনেট  জগৎ টি ব্যাবহার করি এটি কিছুই না ডার্ক ওয়েব এর কাছে 


আমাদের ব্যাবহার করা ইন্টারনেট জগৎ থেকে এই ডার্ক ওয়েব অনেক গুন বড়ো।

ইন্টারনেট থেকে জানা গেছে ৯৮% 


(আবার কোথাও ৯৫%আবার ৯৬% ও জানা গেছে)


 জুড়েই রয়েছে এই ডার্ক ওয়েব..তাহলে আমরা যেই ইন্টারনেট জগৎ ব্যাবহার  করি ডার্ক ওয়েব এর কাছে এটা কিছুই না।



এই বিশেষ ওয়েব এ থাকে সব ধরনের মানুষ জন দের বসবাস। মানে এইখানে আপনি আইনি/বেআইনি সব কিছু করতে পারবেন।


এমন কি মানুষ আপনি মানুষ ও খুন করাতে পারবেন এখান থেকে। কিন্তু কখনো ভাববেন না ফ্রি তে সেখানে বিটকয়েনের মাধ্যমে আপনাকে খুনি হায়ার করতে হবে।


এর জন্য রয়েছে বিশেষ কিছু ওয়েবসাইট যা আমরা আমাদের এই সাধারণ ইন্টারনেট জগতে পাবো না।


এখানে আপনি ড্রাগস,অস্ত্র,বেআইনি পাসপোর্ট ,আরো অনেক কিছুই কিনতে পারবেন।

এখান থেকে আপনি hacker ও হায়ার করতে পারবেন আপনার বিশেষ কোনো কাজের জন্য।



আমরা যেই প্রচলিত সার্চ ইঞ্জিন গুলো ব্যাবহার করে থাকি এটা ডার্ক ওয়েব এর একসেস নিতে পারেনা।এখানে আপনার ঢুকতে ব্যাবহার করতে হবে বিশেষ কিছু সফটওয়্যার।যা আমি আপনাদের অন্য একদিন বলবো।

এখানে অপরাধী দের পরিচয় লুকানো যায় বলেই এখানে অপরাধ এর কর্মকান্ড বেশি।


আমরা যেই সার্চ ইঞ্জিন গুলো ব্যাবহার করি সেগুলা গুগল বা ইয়াহু


কিন্তু ডার্ক ওয়েব এ এই সার্চ ইঞ্জিন গুলো ব্যাবহার হয়না এখানে ব্যাবহার হয় ডাক ডাক গো।


এখানের ওয়েব সাইট গুলোর ডোমেইন নেম ও আজব (.অনিয়ন)


আর আমরা সাধারণত বেশি প্রচলিত (.com) সম্পর্কেই জানি


এই ডার্ক ওয়েব এর নাগাল গুগল বা ইয়াহু কেনো  পায়না এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ --


গুগল বা ইয়াহু এর মত সকল সার্চ ইঞ্জিন ওয়েবসাইট এর লিংক সংগ্রহ করে বট এর মাধ্যমে।এর কাজ হচ্ছে ওয়েবসাইট এ গিয়ে ওই পেজের সমস্ত লিংক ইনডেক্স করা এবং কপি করে ডেটা বেজ এ জমা করা।


কিন্তু ডার্ক ওয়েব এ ওয়েবসাইট গুলো বিশেষ ভাবে তৈরি।


আসলে ডার্ক ওয়েব তৈরি করা হয়েছে গোপনীয় তার সঙ্গে নিজেদের মধ্যে আত্বযোগাযোগ সচল  রাখার জন্য।


অনেক আগে কোনো এক সামরিক বাহিনী(বা সংস্থা) চেয়েছিল যে তাদের কার্যক্রম যেনো অন্য কেউ জানতে না পারে এবং তাদের নিজেদের মধ্যে তথ্য ভালোভাবে আদান প্রদান করতে পারে এমনকি চাইলেও কোনো প্রশাসন যেনো তাদের উপর নজরদারি না করতে পারে।মনে রাখেন ডার্ক ওয়েব এ ঢুকতে হলে আপনাকে এই বিষয় নিয়ে প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে।কেননা এখানে hacker থেকে শুরু করে অনেক মানুষের ফাঁদ পাতা থাকে যেই ফাঁদে পড়লে আপনার ভয়াবহ বিপদ হতে পারে।



আজ এটুকুই 

এই ডার্ক ওয়েব নিয়ে আরো অনেক কিছু সামনে আপনাদের সামনে উপস্থাপন করবো ততক্ষন সঙ্গে থাকুন।

ধন্যবাদ


STAY SAFE

STAY HOME















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ