ঈদ উল ফিতর উপলক্ষে I am send you a surprise massage.Open this এই শিরোনামে একটি বার্তা ছরিয়ে পড়ছে।
অনেকেই এগুলোকে ফিসিং লিংক মনে করছেন।
আসলে এখানে ভয় পাবার কিছুই নেই।
আসুন ব্যাখ্যা দেই-
abc
১.
যেহেতু উক্ত ওয়েবসাইটগুলো নাম ছাড়া আর কোনো কিছু ইনপুট হিসেবে চাইছে না। অর্থাৎ ফেসবুক বা অন্যেন্য কোনো সোশিয়াল মিডিয়ায় লগিন করতে বলছে না সেহেতু এইটাকে ফিশিং এর আওতায় আনা যায় না। মানে আপনার একাউন্টের ইউজার ডিটেইলস লিক হউয়া পসিবল না।
২.
যদি ওয়েবসাইটে এ ঢুকার সাথে সাথে কুকি রাইট চাইতো বা কুকি ব্যবহার এর অনুমতি চাইতো তাহলে বুঝে নেয়া হতো এটা কুকি হাইজ্যাকিং করছে। কিন্তু তা করছে না সুতরাং এইটা কুকি হাইজ্যাকিং এর আওতায় ও পরে না।
প্রত্যেকটি ওয়েবসাইটে ভ্রমণের সাথে সাথেই ব্রাউজার এ সেই সেশনের কুকি ডেটা জমা হয়ে থাকে। যার ফলে উক্ত ওয়েবসাইট গুলোতে পুনরায় ঢুকলে আপনি যে পেজ এ ছিলেন ব্রাউজার পুনরায় সেই পেজ এ নিয়ে যেতে পারে। অর্থাৎ এই কুকি ডিটেইলস চুরি হয়ে যাবার ফলে আপনার ফোনের সেশন হাইজ্যাক ও হতে পারে। যার ফলে পাসওয়ার্ড ছাড়াই আপনার লগিনকৃত কোনো ওয়েবসাইটে সে ও কুকি সেট করে লগিন করতে পারবে।
৩.
উক্ত ওয়েবসাইট গুলোতে ঢুকলে কোনো কিছু ডাউনলোড এর রিকুয়েষ্ট ও চাইছে না। যার ফলে আমরা বলতে পারি এইটা কোনো ম্যালওয়্যার এটাক ও না।
কেননা ম্যালওয়্যার এটাক এ টার্গেট সাইট এ প্রবেশের সাথে সাথে ইউজার এর ফোনে অটোমেটিক ডাউনলোড এর রিকুয়েষ্ট আসবে। যার ফলে অটোমেটিক ম্যালওয়্যারটি ডাউনলোড হবে বা করতে বলবে।
abc
সুতরাং,
এইটাকে কোনো হ্যাকিং, ফিশিং বা ম্যালওয়্যার এটাক বলা যায় না। এইটা নিতান্তই স্প্যামিং এর মধ্যে পরে। তাই আপনারা বিভ্রান্ত হয়ে গুজব ছড়াবেন না। মূলত এখানে ইন্ডিয়ান কিছু ওয়েব কিডস অটো জেনারেটেড ডাইনামিক হ্যাপি নিউ ইয়ার এর উইশিং পেজ বানাইসে পেজ ভিউ এর জন্যে। যার ফলে তারা শুধু ওয়েবসাইট গুলোতে এড শো করিয়ে এডসেন্স এর ক্রেডিট অর্জন করে কিছু টাকা উপার্জন করবে যাস্ট এইটাই। আমরা রিসার্চ করে সাইটগুলা থেকে তার বেশী কিছু পাইনি।
ফেসবুক এর টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী অতিরিক্ত লিংক শেয়ারিং স্প্যামিং এর আওতায় পরে। যার ফলে আপনার একাউন্ট স্প্যাম এর জন্যে টেম্পোরারি মেসেজ ব্লক খেতে পারে।
আরেকটা গুরুত্বপূর্ন ব্যাপার জেনে নেই ৷
হ্যাকাররা হুবহু এই সাইটের মত দেখতে সাইট তৈরি করে আপনার জন্য বসে থাকতে পারে। যেটাতে শুভেচ্ছা বার্তা দেখাবে আর সেখানে নিচে পপআপ আসবে ক্যামেরা অন করার জন্য। ক্লিক করলেই ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে এবং ভিক্টিমের পিকচার্স তুলবে।
তাই সচেতন থাকুন। সচেতন করুন।
abc
ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ