WHAT IS PROGRAMING LANGUAGE------
- মানুষ সৃষ্টির সেরা জীব -
*আমরা যেমন আমাদের মনের ভাব অন্যের সাথে শেয়ার করার জন্য বাংলায়/ইংলিশে/হিন্দি -- ব্লা ব্লা ব্লা...... অনেক ভাষায় কথা বলে তাদের কে বুঝাতে পারি...
ঠিক তেমনি কম্পিউটার/মোবাইল/ইত্যাদি.......এইসবের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করা হয়...
*ইন্টারনেটে খুঁজলে আমরা অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুঁজে পাবো একটু রিসার্চ করলেই জানতে পারবো সবগুলার কাজ ঘুরে ফিরে একই।
*প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটিকে আমরা অনেকেই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ও বলে থাকি।
*প্রোগ্রামিং হলো যেকোনো ডিভাইসকে ইনস্ট্রাকশন দেওয়া।
* আপনার হাতের মোবাইল/কম্পিউটার কিভাবে কাজ করবে তার জন্যই এর ভিতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়
*যারা প্রগ্রামিং করেন তাদের কে বিভিন্ন নামে ডাকা হয়
যেমন - প্রোগ্রামার/ডেভলপার/কোডার......
*তারা সাধারণত কম্পিউটারে কোডিং করেন কিছু স্পেশাল সফটওয়্যারের সাহায্যে। যেগুলো তাদের কোডিং করার কাজটিকে সহজ করে দেয়। সাধারণত এই সফটওয়্যারগুলোকে বলা হয় টেক্সট এডিটর বা আইডিই। যেটার পূর্ণ রূপ হচ্ছে Integrated Development Environment. আপনি আপনার করা প্রোগ্রামটি আপনার কম্পিউটারে রান করাতে পারবেন। কিন্তু আপনি যদি চান আপনার তৈরী করা ওয়েবসাইট বা অ্যাপটি ইন্টারনেটে সবাইকে ব্যবহার করা সুযোগ দিতে, তাহলে আপনার প্রোগ্রামটিকে কোন ওয়েব হোস্টিংয়ে বা সার্ভারে আপলোড করে দিতে হবে। আপনি প্রোগ্রামিং বিষয়টিকে যতটা কঠিন বলে মনে করেন, ব্যাপারটা আসলে তার থেকে অনেক সহজ। প্রয়োজন শুধু বাংলা ভাষায় কোয়ালিটি সম্পন্ন রিসোর্সের এবং গাইডলাইনের।
*এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, ফুটবল খেলার নিয়ম জানা কিন্তু সহজ। কিন্তু ফুটবল খেলার নিয়ম জানলেই কিন্তু কেউ মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো অসাধারণ ফুটবলার হয়ে যাবেন না। এর জন্য প্রয়োজন যথেষ্ট প্র্যাকটিস এবং লেগে থাকার মানসিকতা। প্রোগ্রামিংয়ে ভালো করার ব্যাপারটিও আসলে একইরকম। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখাটাই যথেষ্ট নয়। আপনাকে করতে হবে নিয়মিত প্র্যাকটিস এবং তৈরী করতে হবে রিয়েল লাইফ প্রজেক্ট। এছাড়া যারা ভালো প্রোগ্রামার তাদের কোড থেকে শেখার চেষ্টা করতে হবে। কোডফোর্সেস, হ্যাকার র্যাংক - এধরণের প্রবলেম সল্ভিং সাইটে প্রবলেম সল্ভ করতে হবে। তাহলে আপনার ফাউন্ডেসন শক্ত হবে।
*2021 সালের টপ ১০ টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো
*Python
*JavaScript
*Java
*C++
*GoLang
*C#
#SQL
*Dart
*R
*PHP
সময় পেলে সবগুলা নিয়েই বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ♥️
ধন্যবাদ সাথে থাকার জন্য♥️🔰♥️
0 মন্তব্যসমূহ